হোমমেড কেঁচো কম্পোস্ট
কেঁচো খাবার খেয়ে যে মল ত্যাগ করে সেটাই হলো কেঁচো সার। কেঁচো সারে কোন জীবিত কেঁচো থাকে না। এটা সম্পূর্ণ অর্গানিক পরিবেশ বান্ধব এবং গন্ধহীন। ১০০ ভাগ জৈব উপাদানের প্রস্তুতকৃত আমাদের নিজস্ব ফার্মে উৎপাদিত এই কেঁচো সার। যেকোনো ধরনের মাটি ও কোকো পিট এই স্যারের সাথে ব্যবহার করা যায়। উচ্চমান জৈব পুষ্টি উপাদান সমৃদ্ধ এই সার।এই সাড়ে রয়েছে অর্গানিক কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন,কপার, সোডিয়াম ও জিংক। উদ্ভিদের বৃদ্ধির জন্য উচ্চমাত্রায় অনুজীব সমৃদ্ধ। উচ্চমাত্রায় হিউমিক এসিড সমৃদ্ধ উদ্ভিদের মূলের বৃদ্ধি ঘটায়।
উপকারিতা -
* মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে l
* কীটপতঙ্গ ও রোগ বালাইয়ের আক্রমণ কমায় l
* ভূমিক্ষয় রোধে সহায়তা করে l
* বীজের দ্রুত অঙ্কুরোদগম ও উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ঘটাতে সহায়তা করে l
* সবজি ফসলে অধিক পরিমাণ ফুল ও ফল নিশ্চিত করে l
* ফল ও শাক সবজির সাদ বৃদ্ধি করে l
* পরিমাণমতো আদ্রতা নিয়ন্ত্রণ করে যা ফল ও শাকসবজি সংরক্ষণে সহায়তা করে।
* শস্য জাতীয় ফসলের উৎপাদন ২৫ থেকে ৪০ ভাগ বৃদ্ধি করে l
* ফুল উৎপাদন ২৫ থেকে ৪০ ভাগ বৃদ্ধি করে।
* পান বরজে ব্যবহারে পুষ্ট ও রোগ মুক্ত পান উৎপাদনে অধিক কার্যকর।