গাছ প্রতি ফলন ৩৫থেকে ৪০ টি ও ফলের গড় ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম। বয়স বেশি হলেও ভিতরে ফাঁপা হয় না। ভাইরাস (পাতা কোঁকড়ানো) পাউডারি মিলডিউ ও ডাউনি মিলডিউ রোগ বালাই সহনশীল। ২৫ থেকে ৩০ সেন্টিমিটার আকৃতির এবং আঁকা বাঁকা হয় না। তাই পরিবহনে ভাঙ্গে না। ফলের রং হালকা সবুজ রঙের মসৃন ও কোমল।খেতে মিষ্টি ও সুস্বাদু । চারা রোপণের ৪০ থেকে ৪৫ দিনে ফলন দেয় । একর প্রতি ফলন ১৪ থেকে ১৬ টন । উচ্চ তাপমাত্রায় পুরুষ ও স্ত্রী ফুল সমভাবে ফোটে এবং ফল ধরে।